দেশের বড় শহরগুলোর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জায়ন্যাক্স হেলথ প্যাকেজ এখন থেকে পাওয়া যাবে আপনার নিকটস্থ ফার্মেসিতে। এর মাধ্যমে নিজেদের সেবা প্রদানের পরিধিকে দেশব্যাপী বিস্তৃত করতে চলেছে ২৪/৭ স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা জায়ন্যাক্স।
জায়ন্যাক্স হেলথ দেশের স্বনামধন্য একটি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যারা অনলাইন পরামর্শ প্রদানের পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণে আকর্ষণীয় ক্যাশব্যাক ও কাভারেজ সুবিধা দিয়ে থাকে। মাত্র ২৪৯ টাকা থেকে শুরু হওয়া বিভিন্ন মেয়াদের মেম্বারশিপ কার্ডের মাধ্যমে গ্রাহকরা এসব সেবা উপভোগ করতে পারেন।
জায়ন্যাক্স হেলথ এর চীফ অপারেটিং অফিসার (সিওও) জনাব পারভেজ আহমেদ বলেন, ‘জায়ন্যাক্স এর স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। আগামী দিনগুলোতে এসব সেবা আরও সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে জায়নেক্স’।
জায়ন্যাক্স মেম্বারশিপ কার্ডের মাধ্যমে নিজের ও পরিবারের সকল সদস্যদের জন্য ২৪/৭ চিকিৎসকের সাথে অনলাইন কন্সাল্টেশন সুবিধা, পার্টনার আউটলেটে আকর্ষণীয় ডিসকাউন্ট, হাসপাতালে ক্যাশব্যাক ও আইসোলেশন কাভারেজ ইত্যাদিসহ আরও অনেক সেবা গ্রহণের সুযোগ রয়েছে।
সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিকতায় জায়ন্যাক্স হেলথের মূল লক্ষ্য। জায়ন্যাক্স হেলথের স্বাস্থ্যসেবা এখন এক নম্বরেই পাওয়া যাচ্ছে। ডায়াল করুন ০৮০০৮৮৮০০০০ এই নম্বরে।
(Published Link: জায়নেক্স হেলথ প্যাকেজ এখন আপনার নিকটস্থ ফার্মাসিতে (channel24bd.tv))