গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের মাধ্যমে শহর থেকে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা পৌছে দেয়ার য প্রক্রিয়া এটিই টেলিমেডিসিন নামে পরিচিত। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় টেলিমেডিসিন সেবা প্রত্যন্ত অঞ্চলের জনগনের স্বাস্থ্যসেবার মানোয়ন্নে একটি অত্যন্ত কার্যকরী এবং গুরত্বপূর্ন ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের সিংহভাগ মানুষ এখনো মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বিশেষজ্ঞ ডাক্তারের অভাব, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, অধিক খরচ ইত্যাদি নানা কারনে গ্রাম কিংবা ইউনিয়ন পর্যায়ের মানুষ সঠিক সময়ে সঠিক স্বাস্থ্যসেবাটি পাচ্ছে না। এই সেবা মূলত এই সব মানুষদের দোরগোড়ায় পৌছে দেয়ার একটি প্রয়াস।
পুরো নিউজটি পড়তে ভিজিট করুনঃ http://www.edailyjanakantha.com/show_news.php?news_id=897714